আবেদনের শেষ তারিখ ঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২২
......................................................................................................................................................................
প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভুলগুলো আগে থেকেই শুধরে নিন:
আমর া অনেক সময় নিজের ভুলের কারনেও জব পায় না শুধু ভাগ্যের দোষ দিয়ে থাকি। তাই আমরা আজকে জানব আমাদের কি কি ভুলের কারনে আমরা জব পায় না।
ভুল নম্বর ১:
উচ্চতা অনুযায়ী ওজন ঠিক না রাখা: পুলিশের চাকরির সার্কুলারে লেখা থাকে উচচতা ৫ ফুট ৬ ইন্চি আর ওজনের কথা বলা হয় নিজের উচ্চতা অনুযায়ী তাই আমর জানি না আমাদের ওজন উচ্চতা অনুযায়ী ঠিক আছে কিনা । হাজার হাজার প্রতিযোগির মধ্য হতে যারা ১০০% পারফেক্ট তাদেরকেই তো তারা নিবে।
ধরুন আপনার উচ্চতা ৫ ফুট ৬ ইন্চি ,আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন হওয়ার কথা ৫০-৫৫ কেজি কিন্ত আপনার ওজন হল ৬৫ কেজি তাহলে তারা আপনাকে স্বাভাবিক ভাবে বাদ দিয়ে দিবে। আবার আপনার ওজন যদি ৫০ কেজির কম তাহলেও তারা আপনাকে বাদ দিয়ে দিবে ।
তাহলে এটার সমাধান হল আপনাকে আপনার উচ্চতা অনুযায়ী ওজন ঠিক রাখা । আসলে আমরা নিয়মিত খেলাধুলা করি তাহলেই আমাদের ভাল থাকবে। পড়াশানার পাশাপাশি আমাদের নিয়মিত সুস্থ থাকার জন্য ব্যয়াম করা উচিত।
ভুল নম্বর ২:
পরীক্ষার দিন ভুল পোশাকে আসা: আমরা না জানার কারনে ভুল করে পরীক্ষার দিনে কি কি পোশাক নিয়ে আসতে হবে তা জানি না। দেখা যায় অনেকেই জিন্স প্যান্ট পড়ে পরীক্ষা দিতে চলে আসে। কাগজ পত্র চেক করার পর ফিজিকাল ফিটনেস এর পরীক্ষা নেওয়া হয় ্। দৌড় হাই জাম্প সহ আরও অনেক পরীক্ষা দিতে হয় ্ আর এই সব পরীক্ষা দেওয়ার জন্য আমাদের ঠিকঠাক পোশাক নিয়ে আসা জরুরী । আপনি সব দিক দিয়ে পারফেক্ট হওয়ার পরও জিন্স পড়ে আসার কারনে বাদ পড়ে গেলেন । বিষয় টা হালকা ভাবে নেওয়ার কারনে হাজার হাজার চাকরীপ্রার্থী হতাশ হয়ে ফিরে আসে । তাই আপনি একটু সচেতন হলেই হয়ত আপনার , আপনার বাবা মায়ের স্বপ্ন পুরণ হতে পারে ।
পরীক্ষার দিন আপনি ১ টি হাফ প্যান্ট,১ টি টিসার্ট, ১টি লুং্গি, ১ জোড়া ক্যাডস সাথে করে নিয়ে যাবেন।
ভুল নম্বর ৩:
সব কাগজ না নিয়ে আসা: আপনি হয়ত নিয়মিত ব্যয়াম করছেন নিজেকে পারফেক্ট করে তুলেছেন । চাকরী পাওয়ার জন্য সমস্ত কিছু রেডি কিন্তু দেখা গেল পরীক্ষার দিন আপনার যা যা কাগজ চাওয়া হয়েছিল তার মধ্যে কোন একটা কাগজ নিয়ে আসতে ভুলে গেছেন। এই সামান্য ভুলের কারনে আপনাকে মাঠ থেকে ঘুরে আসতে হবে। আপনি হাজার অনুরোধ করলেও তারা আপনার কোন কথা শুনবে না। আপনাকে সিম্পেথি দেখানোর সময় তাদের হাতে নায় কারন হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে আপনাকে বাদ দিলে তাদের কিছু যায় আসবে না কিন্তু আপনার স্বপ্ন আপনার বাবা মায়ের স্কপ্ন চিরদিনের মত বিলিন হয়ে যাবে। তাই আপনি নিশ্চয় চাইবেন না সামান্য ভুলের কারনে আাপনার স্বপ্ন টা নষ্ট হয়ে যাক। যাই হোক অাপনার পরীক্ষা দেওয়ার আগের পরীক্ষা হল আপনার যা যা কাগজ প্রয়োজন তা যথাসময়ে রেডি করে রাখা।
উপরের ৩ টি ভুলের কথা মাথায় রেখে পরিক্ষা দিলে ইনসা আল্লাহ আপনি সফল হবেন । ফিজিকাল ফিটনেস পরীক্ষায় উত্তিন্ন হয়ে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহন করতে হবে । এই পরীক্ষায় আপনার প্রস্ততি না থাকলে আপনি নিশ্চিত থাকেন বাদ পড়ে যাবেন। তাই এখন থেকেই যারা প্রস্তুতি নিবে তারাই লিখিত পরীক্ষায় ভাল করবে।