জাতিপুঞ্জো আলোচনা

 

 1.দ্বিতীয় ভার্সাই চুক্তি এর 14 তম দফায় কি ছিল?

 

 উত্তর: লীগ অব নেশনস বা জাতিপুঞ্জো গঠন

 

 2. দ্বিতীয় ভার্সাই চুক্তি কার্যকর হয় কবে

 উত্তর: ২৮ জুন  ১৯১৯ সালে

 

লীগ অফ নেশন গঠিত হয় কবে?

 

 উত্তর: 28 জুন  1919 সালে বাসায় চুক্তি কার্যক্রমের সাথে সাথে

 

 4 লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয় কবে

 

 উত্তর: 10 জানুয়ারি 1920 সালে

 

 5 জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় ছিল?

 

 উত্তর : জেনেভা সুইজারল্যান্ড

 6. জাতিপুঞ্জ গঠনের সময় এর সদস্য দেশ কতটি ছিল?

 

 উত্তর: 58 টি

 

 7  জাতিপুঞ্জো বিলুপ্ত ঘোষণা করা হয় কবে

 

 উত্তর: 1946 সালে জাতিসংঘ গঠনের পরপরই

 

 

জাতিসংঘের আদ্যপ্রান্ত

 

1 জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে কবে 

 

 উত্তর: 24 শে অক্টোবর  1945 সালে

 

2 জাতিসংঘ দিবস কবে

 

 উত্তর:  24 শে অক্টোবর

 

 

 

 

জাতিসংঘের ইতিহাস

 

1.   লন্ডন ঘোষণা 1941- জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ 

2.       

2 আটলান্টিক সনদ ১৯৪১- ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন এবং মার্কিন নোবেল ব্রিটিশরা রনতরী প্রিন্সেস প্রিন্সেস  অয়েলসে যে উদ্যোগ গ্রহণ করা হয় সেটি আটলান্টিক সনদ নামে পরিচিত 

 

.ওয়াশিংটন সম্মেলন ১৯৪২ - এই সম্মেলনে জাতিসংঘ গঠনের ঘোষণা দেওয়া হয় 

 

.মস্কো সম্মেলন -১৯৪৩

 

.তেহরান সম্মেলন-১৯৪৩  এই দেশের সকলেই এক  সিদ্ধান্ত উপনীত হয়

 

6. ইয়াল্টা সম্মেলন- ১৯৪৫ জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো প্রদান করার ক্ষমতা দেওয়া হয়

 

. সানফ্রান্সিসকো সম্মেলন-১৯৪৫ এই সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় জাতিসংঘ সনদে স্বাক্ষর করে 50 টি দেশ তবে  অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও পরবর্তীতে স্বাক্ষর করে প্রতিষ্ঠাকালীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে পোল্যান্ড

 

8.  স্থায়ী পর্যবেক্ষক দেশ?

 

উ: ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন

 

9. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?

 

উত্তর-   New York, USA

 

10.জাতিসংঘের  ইউরোপীয় সদর দপ্তর কোথায়?

 

উত্তর জেনেভা , সুইজারল্যান্ড

 

11. UN বর্তমান সদস্য সংখ্যা কত?

 

 উত্তর: 193 টি

 

12.  বাংলাদেশ কবে  জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

 

 উত্তর - 1974 সালে  17 সেপ্টেম্বর

 

13.বাংলাদেশ কততম সদস্য পদ লাভ করে?

 উত্তর : 136 তম 

 

14 কততম সাধারণ অধিবেশনে বাংলাদেশ সদস্য পদ লাভ করে?

 

 উত্তর: 29th সাধারণ অধিবেশন

 

15.  বাংলাদেশ এর সাথে সাথে আর কোন কোন দেশ সদস্য পদ লাভ করে?

 

 উত্তর :গ্রানাডা গিনি বিসাউ

 

16.  জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়?

 

 উত্তর জাপান ,টোকিও

17.  জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায়?

 

 উত্তর :কোস্টারিকা

 

18. জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান কত?

 

 উত্তর: প্রথম

 

19. জাতিসংঘের মানবাধিকার সনদ কবে রচিত হয়?

 

 উত্তর: 10 ডিসেম্বর 1948জাতিসংঘের

 

20.জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত?

 

 উত্তর :51 টি 

 

21 বাংলাদেশের সদস্যপদ লাভের  কোন দেশ ভেটো প্রদান করে?

 

 উত্তর : চীন 

 

22. বাংলাদেশ কবে জাতিসংঘের অস্থায়ী নিরাপত্তা পরিষদের  সদস্য পদ লাভ করে ?

 

উত্তর: 1979 সালে

 

23. বাংলাদেশ কবে জাতিসংঘের সাধারণ পরিষদের  প্রথম সভাপতি সভাপতির দায়িত্ব পালন করে

 

 উত্তর : 1986 সালে

 

24. বাংলাদেশের কোন ব্যক্তি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভাপতিত্ব করেন?

 

 উত্তর :হুমায়ূন হুমায়ুন রশীদ চৌধুরী

 

25. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি?

 

 উত্তর: 6

 

26.  জাতিসংঘ দাপ্তরিক ভাষা কত?

 

 উত্তর: দুইটি দুইটি

 

26. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?

 

 উত্তর : উথান্ট, মিয়ানমার

 

২৭. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের মেয়াদ কত বছর?

 

উত্তর: 2 বছর

 

জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান

 

.জাতিসংঘের মোট কতটি অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে?

 

 উত্তর: 6টি

 

2 জাতিসংঘের 6 টি প্রতিষ্ঠান নাম কি কি?

 উত্তর- সাধারণ  পরিষদনিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত, অসি পরিষদ, সচিবালয়

 

. জাতিসংঘের সাধারণ পরিষদ কখন বসে?

 

 উত্তর : প্রতিবছর সেপ্টেম্বরে তৃতীয় মঙ্গল বার 

 

4 .একটি দেহের সাধারণ পরিষদে কতজন প্রতিনিধি পাঠাতে পারেন?

 

 উত্তর : 5 জন তবে ভোট দিতে  পারেন মাত্র একটি

 

 5 নিরাপত্তা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কতটি?

 

 উত্তর:  এগারটি এদের মধ্যে পাঁচটি স্থায়ী এবং  6  টি অস্থায়ী

 

. ১৯65 সালের পর থেকে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা করা হয় কতটি?

 

 উত্তর 15 টি

 

. অর্থনৈতিক সামাজিক পরিষদের মোট সদস্য দেশ কতটি?

 

 উত্তর : ৫৪ টি

 

. অর্থনৈতিক সামাজিক পরিষদের আঞ্চলিক   প্রতিষ্ঠান কয়টি?

 

উত্তর পাঁচটি

 

প্রতিষ্ঠানগুলো হলো আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা তে অবস্থিত এরপরে এশিয়া মহাদেশের থাইল্যান্ডের ব্যাংককে এস্কেপ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে এস্কেপ এর সদস্য সংখ্যা হচ্ছে 53 টি এছাড়াও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে অবস্থিত আরেকটি আঞ্চলিক প্রতিষ্ঠান রয়েছে ইউরোপের সুইজারল্যান্ডের জেনেভায় রয়েছে 

. অর্থনৈতিক সামাজিক পরিষদের মেয়াদ কত বছর?

 

  উত্তরতিন বছর অর্থাৎ তিন বছর পর পর প্রতিটি রাষ্ট্র তাদের মেয়াদ হারাবে এবং পরবর্তী বছরে নতুন করে তিন বছরের জন্য সদস্যপদ লাভ করবে

 

১০.জাতিসংঘের অছি পরিষদের কার্যক্রম কবে থেকে বন্ধ হয়ে যায়?

 

 উত্তর -১৯৯৪ 

 

১১. আন্তর্জাতিক আদালতের   বিচারক কত জন ?

 

 উত্তর :15 জন

 

১২আন্তর্জাতিক আদালত  বিচারকদের মেয়াদ কত বছর?

 

 উত্তর- 9 বছর 

 

১৩. আন্তর্জাতিক আদালত কবে গঠিত হয়?

উত্তর- 24 শে অক্টোবর 1945 সাল 

 

১৪. জাতিসংঘের মহাসচিব কিভাবে নির্বাচিত হন?

 

 উত্তর জাতিসংঘ সাধারণ  পরিষদের / ভোট এবং নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে

 

জাতিসংঘ  মহাসচিব নাম:

 

টি দাগ  উঠায়কুট পড়া বুড়ায়

কফি বানাই আনতো

 

অঙ্গ পরিষদের কাজ

 

. সাধারণ পরিষদ

- মহাসচিব নির্বাচন

- জাতীয় বাজেট পাস

-নিরাপত্তা পরিষদের সদস্য গ্রহণ এবং নির্বাচন

- কোন দেশ কে বহিষ্কার করা

 

.নিরাপত্তা পরিষদের কাজ

 

-আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি

- বিশ্ব শান্তি নিরাপত্তা নিশ্চিত করা

 

. অর্থনৈতিক সামাজিক পরিষদের কাজ 

-জীবন যাত্রার মান উন্নয়ন

বেকার সমস্যা দূর করা

- শিক্ষা প্রসার 

-মানবাধিকার  সহ সর্ব কল্যাণমূলক  কাজ 

 

১৫.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ প্রদান করেন?

 

 উত্তর- 25 সেপ্টেম্বর  1974 ,29 সাধারণ অধিবেশন 

 

১৬. জাতিসংঘ রেডিও বাংলা এর যাত্রা শুরু হয় কবে?

 

 উত্তর- একুশে ফেব্রুয়ারি ২০১৩  সালে

১৭. বাংলাদেশ কবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যক্রম শুরু করে?

 

 উত্তর ১৯৮৮  সাল সাল থেকে

 

১৮জাতিসংঘ কবে শান্তিতে নোবেল পুরস্কার পায়?

১৯৮৮  সাল

 

১৯.বাংলাদেশে কবে থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নারী সৈন্য পাঠানোর শুরু করে?

 

 উত্তর- ১৯৯৯   সাল থেকে, পূর্ব তিমুর

 

২০.জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এশিয়ার কার্যালয় কোথায় অবস্থিত?

 

 উত্তর- ঢাকা, বাংলাদেশ

 

২১.জাতিসংঘ শান্তিরক্ষা দিবস কবে

 উত্তর -29 মে


ডিফেন্স জবের সেরা এপ্স
আপনি যদি ডিফেন্স জবের প্রস্তুতি নিতে চান তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে bdtech38945 
লিখে সার্চ করুন তাহলে আপনি বিমান , সেনা, ও পুলিশ বাহিনীর উপর দুটি এপ্স পাবেন। এপ্স দুটিতে আপনি ডিফেন্স জব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন।