বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ
শাখার নাম-
নাবিক, কমিউনিকেশন এন্ড ইলেকট্রিক্যাল
শিক্ষাগত যোগ্যতা-
বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 3.00 এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত ধারী ছাত্রদের অগ্রাধিকার প্রদান করা হবে
শাখার নাম- মেডিকেল
শিক্ষাগত যোগ্যতা-
ন্যূনতম বিজ্ঞান সিজিপি
3.00 তবে আপনার এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় থাকতে হবে
শাখার নাম- পেট্রলম্যান স্টোর ও এম ও ডি সি
শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম এসে পাস তবে আপনার সি জিপিএ 3.00 এর নিচে হওয়া যাবে না
শাখার নাম-
কুক
শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম এসএসসি এবং
সি জিপিএ 2.50
শাখার নাম-
টোপাস
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণি
শারীরিক যোগ্যতা- নাবিক এর ক্ষেত্রে উচ্চতা লাগবে 5.6 তবে পেট্রোলম্যান এর ক্ষেত্রে উচ্চতা লাগবে 5.8 ইঞ্চি এবং অন্যান্য ওদের জন্য শারীরিক যোগ্যতা লাগবে 5.4 ইঞ্চি
বয়স- পেয়ারা নাবী পরীক্ষা দিবেন তাদের জন্য বয়স হলো 17 থেকে 20 বছর এবং বাকি পদের জন্য বয়স লাগবে 17 থেকে 22 বছর এখানে জেনে রাখা ভালো আপনার বয়স হিসাব করা হবে পহেলা জুলাই 20২২ অনুযায়ী
অন্যান্য শর্তাবলী সকল পদের প্রার্থীদের জন্য
- আপনার সাঁতার জানতে হবে
-আপনার কি বাংলাদেশের নাগরিক হতে হবে
- অবশ্যই অবিবাহিত হতে হবে
আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনের পদ্ধতি
প্রথম নৌ বাহিনী ওয়েব এ কি নির্দেশ পদে লোগ ইন সেখানে দেওয়া ফরমটি সুন্দর করে পূরণ করতে হবে তারপর পরীক্ষা দেওয়ার জন্য দুইশ টাকার একটি ফি জমা দিতে হবে আপনি এই সিটি নগদ বিকাশ এবং তাদের দেওয়া নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে পারবেন জমা দেওয়ার পরে আপনাকে ফরমটি ডাউনলোড করতে বলবে সেই ফর্ম টি ডাউনলোড করে আপনার জেলার ভর্তির তারিখ অনুযায়ী নির্দিষ্ট স্থানে এ ফরমটি নিয়ে আসবেন
ভর্তি পদ্ধতি
উপরে উল্লেখিত ফরমটি নিয়ে নির্দিষ্ট তারিখে আপনার জেলার নির্দিষ্ট স্থানে আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে হাজির হলে প্রথমে আপনার সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে বাচাই করা হবে আপনি বা তুমি নির্বাচিত হলে পরবর্তীতে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে পরীক্ষাটি হবে বাংলা ইংরেজী গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তার উপরে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চুড়ান্ত ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত স্বার্থ স্বাস্থ্য পরীক্ষা পাস করলে আপনি চূড়ান্ত নাবিক পদে নিয়োগ পাবেন
চাকুরী সুবিধা-
সরকার কর্তৃক নির্ধারিত বেতন পাবেন এছাড়াও আপনি বিনামূল্যে পোশাক পাবেন খাওয়া-দাওয়ার সুবিধা ও ভাতা আছে আপনি রেশন পাবেন অবসর গ্রহণের পর আপনাকে পেনশন প্রদান করা হবে প্রশিক্ষণের জন্য দেশের বাইরে আপনাকে পাঠানো হবে নিরাপদ মানসম্পন্ন পরিবেশে আপনার আবাসনের ব্যবস্থা করা হবে আপনার সন্তানদেরকে ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার অগ্রাধিকার প্রদান করা হবে এছাড়াও আরো অনেক সুবিধা আপনি গ্রহণ করতে পারেন
সতর্কবার্তা
- আপনি যদিচাকরির জন্য কোন ধরনের তদবির করে থাকেন তাহলে আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হলেও আপনাকে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে না এছাড়াও আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তাই আমার পরামর্শ হবে আপনি অসদুপায় গ্রহণ করবেন না আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পরীক্ষা দিলে অবশ্যই অবশ্যই আপনি নির্বাচিত হবেন নিজের উপর আস্থা থাকলে আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না তাই আমি বলব নিজের উপর বিশ্বাস রেখে আপনি প্রস্তুতি নিতে থাকুন আপনার চাকরি হবে ইনশাআল্লাহ আপনার লিখিত পরীক্ষা টি খুবই গুরুত্বপূর্ণ এখানে তাই লিখিত প্রস্তুতি নেয়ার জন্য আমাদের একটি অ্যাপস আছে আপনি ইচ্ছে করলে সেই অ্যাপসটি ডাউনলোড করে ঘরে বসেই প্রস্তুতি নিতে পারবেন আমাদের অ্যাপসটির নাম ডিফেন্স গাইড আপনি ইচ্ছে করলে গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই আমাদের অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন গুগল প্লে স্টোরে গিয়ে ডিফেন্স গাইড লিখলে আপনি আমাদের অ্যাপসটি পেয়ে যাবেন আশাকরি আপনাদের পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো হবে এবং সামনের প্রতিযোগিতায় আপনি দিতে যাবেন এবং আপনার পরিবারের সবাই আনন্দে আত্মহারা হয়ে যাবে তাই সময় থাকতে প্রস্তুতি নিতে থাকুন অযথা সময় নষ্ট করবেন না পড়াশোনা আপনার জন্য ফরজ পড়াশোনা না করলে আপনি চাকরি পাবেননা এখনই প্রতিযোগিতার যদি আপনার মেধা পরিশ্রম এবং আল্লাহর রহমত ছাড়া আপনার চাকরি পাওয়া অনেক কষ্টকর তাই পড়াশোনার পাশাপাশি মুসলমান হলে আপনি নামাজ পড়ুন এবং অন্য ধর্মের হলে আপনার নিজের ধর্মের এবাদত করুন সকলেই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন সার্কুলার আসার সাথে সাথেই আমি আপনাদের এখানে উল্লেখ করব এবং আপনারা সব সময় ফলো করবেন আমাদের ফেসবুক পেজেও থাকবেন আমি ফেসবুক পেজেও আপডেট দিয়ে দিব রেগুলার আপনাদের বিশেষ করে অনলাইনে এপ্লিকেশন করার সময় যদি কোন প্রবলেম হয় দয়া করে আমাকে নক করবেন মেসেঞ্জারে মেসেজ দিবেন অথবা ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদের সকল ধরনের সমস্যা সমাধান করার জন্য সবাই ভালো থাকবেন আপনাদের প্রতি দোয়া রইল এবং শুভকামনা থাকলো আমার জন্য দোয়া করবেন সবার সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম
CIRCULAR👇👇👇👇
0 মন্তব্যসমূহ