সাধারণ জ্ঞানঃ
১। বাংলাদেশের
বৃহত্তম জেলা কোনটি:
উ: রাঙামাটি
২। এশিয়া
মহাদেশের বৃহত্তম দেশ কোনটি ?
উ: চীন
৩। এশিয়া
মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উ: মালদ্বীপ
৪। কোন দেশের
মধ্যে কন্ট্রোল লাইন অবস্থিত ?
উ: ভারত- পাকিস্তান
৫। পানামা
খাল কোন কোন দেশকে বিভক্ত করেছে ?
উ: কানাডা- যুক্তরাষ্ট্র
৬। বাংলা
সনের প্রবর্তক কে?
উ: সম্রাট
আকবর
৭। পহেলা
বৈশাখ প্রথম চালু করেন কে?
উ: সম্রাট আকবর
৮। ঢাকা বিশ্ববিদ্যালয়
কত সালে প্রতিষ্টিত হয়?
উ: ১৯২১ সালে
৯। সশস্ত
বাহিনী দিবস কত তারিখে ?
উ : ২১ নভেম্বর
১০। শহীদ
মিনার কে নির্মাণ করেন?
উ: বদরুল
আলম
১১। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ?
উ: ফ্রান্সের
প্যারিসে
১২। শিক্ষা অনির্বাণ কোথায় অবস্তিত ?
উ: ঢাকা সেনানিবাসে
১৩। সাত সাগরের
মাঝি কার লেখা ?
উ: কবি ফররুখ আহমেদ
১৪। হাজার বছর ধরে নাটকের রচয়িতা কে?
উ: জহির রায়হান
১৫। বাংলা
সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
উ: দুর্গশনন্দিনী
১৬। জাতীয়
পতাকার মাপ কত?
উ: ১০:৬
১৬। কপি উৎপাদনে
শীর্ষ দেশ কোনটি?
উ: ব্রাজিল
১৭। ক্যাংগারুর
দেশ কোনটি?
উ: অস্ট্রোলিয়া
১৮। চযাপদ কি?
উ: এক ধরনের
গান
১৯ । হেরিপোটার
কার লেখা?
উ: জে.
কে ব্রাউলিং
২০। সাদা
হস্তির দেশ বলা হয়?
উ: থাইলেন্ডকে
২১। ঢাকার
পুর্ব নাম কি?
উ: জাহাঙ্গীর
নগর
২২। পাট উৎপাদনে
শীর্ষ জেলা?
উ: ফরিদপুর
২৩। চা উৎপাদনে
শীর্ষ জেলা?
উ: মৌলভীবাজার
জেলা
২৪। তামাক
উৎপাদনে শীর্ষ জেলা?
উ: কুষ্টিয়া জেলা
২৫। হাজার
হ্রদের দেশ ?
উ: ফিনলেন্ড
২৬। মানুষের বৈগ্গানিক নাম কি?
উ: Homo sapiens
২৭। বৃহত্তম মহাসাগর কোনটি ?
উ: প্রশান্ত মহাসাগর
২৮। বৃহত্তম
নদী কোনটি ?
নীলনদ
২৯। পৃথিবীর
একমাত্র উপগ্রহ কোনটি?
উ: চাঁদ
৩০। ক্ষুদ্রতম
গ্রহ কোনটি?
উ: বুধ
৩১। বীরশ্রেষ্ঠ
কত জন?
উ: ৭ জন
৩২। মহিউদ্দিন এর উপাধী কী ছিল?
উ: ক্যাপ্টেন
৩৩। মরুভুমির
দেশ বলা হয় কোনটি কে?
উ: আফ্রিকা
বিমান বাহিনী
রিলেটেড :
১। বিমান
বাহিনীর এয়ার চীফ মার্শাল এর নাম কি?
উ:মাসিহজ্জামান সেরনিয়াবাত
২। বাংলাদেশের সশস্ত বাহিনীর প্রধান কে?
উ: প্রেসিডেন্ট
৩। বাংলাদেশ
বিমান বাহিনীর সদর দপ্তর কোথায় ?
ঢাকায়
৪। বাংলাদেশ এয়ার ফোর্স ট্রেনিং সেন্টার কোথায়
?
উ: যশোর
৫। বাংলাদেশ
বিমান বাহিনীর প্রতিক কি?
উ: উড়ন্ত ঈগলের উপর শাপলা এবং দু পাশে দুটি করে চারটি
তারকা
৬। বাংলাদেশ বিমান বাহিনীর শ্লোগান কি?
উ: বাংলার
আকাশ রাখিব মুক্ত
৭। বাংলাদেশ বিমান বাহিনীতে নারী সৈনিক নিয়োগ দেওয়া
হয় কবে?
উ: ১৭ ডিসেম্বর
২০১৪ সালে বাংলাদেশ বিমান বাহিনী কবে স্বাধীনতা পুরস্কার লাভ করে ?
উ: ২৪ মার্চ
২০১৭ সালে
৮। বাংলাদেশ বিমান বাহিনীর মুল ঘাটি কয়টি?
৩ টি
৯। বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোচ্চ পদ কী?
উ: মার্শাল অব দি এয়ার ফোর্স
১০। বাংলাদেশ
বিমান বাহিনী গঠিত হয় কবে?
উ: ২৮ সেপ্টেম্বর
১৯৭১ সাল বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯৭৪ সালে
১১। বাংলাদেশ “মিগ ২৯” যুদ্ধ বিমান কোন দেশ থেকে
ক্রয় করে?
উ: রাশিয়া
0 মন্তব্যসমূহ