আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই
ভাল আছেন । আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভাল আছি।
আজ আপনাদের সামনে অতিব একটি গুরুত্বপু্র্ন বিষয় নিয়ে আলোচনা
করতে এসেছি । আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে জব করতে চান তাদের জন্য আজকের এই
লেখাটি।
প্রার্থীর যোগ্যতা: টেকনিক্যাল ট্রেড পদে আবেদনের জন্য প্রয়োজন পড়বে এসএসসি বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ-৩.৫ অথবা সমমান, নন-টেকনিক্যাল ট্রেডে এসএসসি ন্যূনতম জিপিএ-৩.৫ অথবা সমমান, প্রভোস্ট ও পিএফঅ্যান্ডডিআই ট্রেডে লাগবে এসএসসি ন্যূনতম জিপিএ-৩.৫ অথবা সমমান এবং মিউজিক ট্রেডে দরকার হবে এসএসসি ন্যূনতম জিপিএ-২.৫ অথবা সমমানের শিক্ষাগতযোগ্যতা। \n\n
তবে, প্রতিষ্ঠিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সনদপ্রাপ্ত প্রার্থীদের টেকনিক্যাল ট্রেড পদের জন্য বাড়তি যোগ্যতা বলে বিবেচিত হবে। প্রভোস্ট পদে চৌকস চালচলনে পরদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পিএফঅ্যান্ডডিআই পদে খেলাধুলা, চৌকস ও স্পষ্ট কণ্ঠের অধিকারীপ্রার্থীদের বাড়তি সুযোগ দেওয়া হবে। মিউজিক ট্রেড পদের জন্য সংগীত সম্পর্কে সাধারণ জ্ঞানের দরকার পড়বে। এ ছাড়া বিভিন্ন বাদ্যযন্ত্র বাদনে পারদর্শীদের প্রতি থাকবে আলাদা খেয়াল। এমনকি সংগীত বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্তদেরও এ পদে কাজের অগ্রাধিকার থাকবে।
প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সব ট্রেডের জন্য বয়স লাগবে ১৬-২১ বছর। শুধু মিউজিক ট্রেড প্রার্থীদের বয়স ২৬ পর্যন্ত হতে পারবে। অবশ্যই অবিবাহিত হতে হবে। উচ্চতা: টেকনিক্যাল, নন-টেকনিক্যাল ও মিউজিক ট্রেডের জন্য ১ দশমিক ৬৩ মিটার বা পাঁচ ফুট চার ইঞ্চি। প্রভোস্ট ও পিএফঅ্যান্ডডিআই প্রার্থীদের জন্য ১ দশমিক ৭৩ মিটার বা পাঁচ ফুট আট ইঞ্চি। ওজন ন্যূনতম ৫০ কেজি। বুকের মাপ লাগবে ৭৬ থেকে ৮১ সেন্টিমিটার বা ৩০ থেকে ৩২ ইঞ্চি। চোখ হবে ৬/৬ বা বিধি অনুযায়ী।
পরীক্ষাপদ্ধতি: সব পদের প্রার্থীরাই কয়েকটি পরীক্ষার মাধ্যমে ধাপে ধাপে নির্বাচিত হবেন। টেকনিক্যাল ট্রেডে থাকবে লিখিত পরীক্ষা (আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞান), ডাক্তারি ও মৌখিক পরীক্ষা। নন-টেকনিক্যাল, প্রভোস্ট, পিএফঅ্যান্ডডিআই পদে থাকবে লিখিত পরীক্ষা (আইকিউ, ইংরেজি), ডাক্তারি ও মৌখিক পরীক্ষা। মিউজিক ট্রেড পদে থাকবে লিখিত পরীক্ষা (আইকিউ, ইংরেজি), ডাক্তারি, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা।
আবেদনপত্র সংগ্রহের নিয়মাবলি: সরাসরি বিমানবাহিনীর অফিস থেকে সেন্ট্রাল নন পাবলিক ফান্ড ও বিএএফের অনুকূলে ১৫০ টাকার মেশিন রিডেবল পে-অর্ডারের মাধ্যমে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুইটার মধ্যে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র নিজ নিজ জেলার পরীক্ষার ন্যূনতম এক দিন আগেই সংগ্রহ করতে হবে। অন্যথায় আবেদনপত্র নিতে পারবেন না। পরীক্ষার সময় পূরণ করা ফরম সঙ্গে আনতে হবে। পে-অর্ডার জমা দেবেন অগ্রণী, জনতা, সোনালী অথবা রূপালী ব্যাংকের যেকোনো শাখায়।
অনলাইনে আবেদনপত্র পাবেন www.joinbangladeshairforce.mil.bd ঠিকানায়। এখানে ঢুকে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র নেওয়ার ক্ষেত্রে পে-অর্ডার পাঠাবেন টেলিটক, বিকাশ অথবা টিবিএমএম মাধ্যমে। অনলাইন আবেদন করলে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র সংগ্রহের স্থান: বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর তেজগাঁও, ঢাকা। ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিএএফ ওয়েবসাইট www.baf.mil.bd/recruitment|
0 মন্তব্যসমূহ