বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী এ দেশের মানুষ খুব ভাল করে চিনে এর কারণ হল বিগত ৪ মাস আগে থেকে এই মন্ত্রী সব বিষয় নিয়ে অশালীন মন্তব্য করে আসছেন।

গত মাসের ৫ তারিখে একটি আওয়ামী লীগের অনুষ্ঠানে ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তি করেন তার এই মন্তব্য এ দেশের মানুষ ভাল ভাবে নেই নাই।সরাসরি রাস্তায় প্রতিবাদ না করলেও সোসাল মিডিয়াতে এই মন্ত্রীকে একবারে ধুয়ে দিয়েছে।অবশ্য এই প্রতিবাদে ডা মুরাদের তেমন কোন পরিবর্তন হয় নাই।তিনি তার নিজের গতিতেই এগিয়ে চলেছেন এবং একের পর একের মন্তব্য করে আলোচনা থাকছেন। ৫ দিন থেকে সোসাল মিডিয়ায় মন্ত্রী ও ঢাকার নায়িকা মাহির সাথে কথা বলার একটি রেকর্ড ফাস হলে আলোচনার মধ্যমনি হয়ে উঠেন এই প্রতিমন্ত্রী। 

ফাস হওয়া ফোন রেকডে শুনা যায় মুরাদ নায়ক ইমনের ফোনে কল করে মাহিকে চান এবং নায়িকা মাহিকে বাজে ভাষায় তার কাছে যাওয়ার হুমকি দেন। তিনি নায়িকা মাহিকে বলেন যদি সোনারগাঁও হোটেল এ না যান তাহলে এস বি ডিজিএফআই এন এস আই দিয়ে নায়িকা মাহিকে উঠিয়ে নিয়ে যাবে এবং তাজে সামনে ও পেছনের দিয়ে রেও করবে।একজন মন্ত্রীর মুখের ভাষা এমন শুনে এ দেশের মানুষ হতভাক। অবশ্য এই মুরাদ কিছুদিন থেকে যেভাবে মন্তব্য করে আসছিলেন তাতে অবাক হওয়ার কিছু নেই। এমন হতেই পারে।ফাস হওয়া কথায় নায়ক ইমনও মুরাদকে সাপোর্ট করে মাহিকে তার কাছে নিয়ে যাবে বলে জানা যায়। এ নিয়ে অবশ্য ইমন লাইভে এসে বিষয় টি ক্লিয়ার করেন।

তিনি বলেন একজন মন্ত্রী আমাকে এভাবে বললে সেই মুহুর্তে অবস্থা টেকেল দেওয়ার জন্য তিনি মাহিকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছিলেন

আর এই দিকে নাহিকা মাহি উমরা অয়ালনের জন্য সোদী আরবে অবস্থান করছে। তিনি লাইভে এসে বলেন আমার আল্লাহ জানে আমি কিছু করিনি।আমার রেকর্ড এ আপনারা শুনবেন এখানে আমার তেমন কোন দোষ ছিল না।


এই দিকে মন্ত্রী কে আগামীকাল এর মধ্যে পদত্যাগ করার আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয় টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।