আসসালামুআলাইকুম বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালই আছেন। আজকে আপনারা যারা বেকার তাদের জন্য একটা ভাল খবর নিয়ে হাজির হয়েছে । আশা করি আপনাদের জন্য এই জব টা আপনাদের পথের আশার আলো হয়ে উঠব্

 

বাংলাদেশ রেলওয়েতে  বিশাল সুযোগ । ৭৬২ পয়েন্টম্যান পদে বাংলাদেশ রেলওয়ে , রেলভবন সাম্পতিক সার্রকুলার প্রদান করেছে । যারা বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য  বাহিনীতে পরীক্ষা দিয়ে উত্তিন্ন হতে পারেন নাই তাদের জন্য  এটা একটা বিশাল সুযোগ ।



পদের নাম: পয়েন্টম্যান

গ্রেড : ১৮তম গ্রেড

বেতন  স্কেল : ৮৮০০-২১৩১০ টাকা

শিক্ষাগত যোগ্যতা:  এইচ  এস সি বা সমমান পরীক্ষায় উত্তিন্ন হতে হবে।

বিশেষ যোগ্যতা: সুঠাম দেহের অধিকারী যারা তাদের বেশী অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন  শুরু: ২৩ নভেম্বর ২০২১ সকাল ১০.০০ ঘটিকা হতে

আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর ২০২১ বিকাল ৫.০০ ঘটিকা

আবেদনের বয়স: ২০ মার্চ ২০২০ সাল হতে যাদের  বয়স ১৮-৩০ বছর তারাই আনেদন করতে পারবে ।

তবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের বয়স ৩২ বছর পযন্ত করা হয়েছে।




আবেদন করার জন্য আপনাকে যা যা যোগাড় করেতে হবে:

১। ৩০০* ৩০০ pixel এর আপনার ছবি ।

২। ৩০০*৮০ pixel এর আপনার সিগনেচার

৩। একটি প্রি পেইড টেলিটক সিম

৪। পরীক্ষার ফি বাবদ মোট ৫৬ টাকা


আবেদনপত্র পুরনের নিয়মাবলি:

প্রথমে আপনাকে br.teletalk.com.bd এই ওয়েবসাইটে ক্রোম ব্রাউজার দিয়ে প্রবেশ করে আপনার নাম ঠিকানা বাবা মায়ের নাম শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য দিয়ে ফরম টি পুরন করে দ্বিতীয় পার্টে ছবি ও সিগনেচার আাপলোড করতে হবে। এরপর আপনাকে ফরমটি ডাউরলোড করে রাখতে হবে যা পরবর্িত কাজে লাগবে।


পরীক্ষার ফি এস এম এস এর মাধ্যমে জমাদানের পদ্ধতি:

টেলিটক সিম থেকে

প্রথম এস এম এস: BRPM <SPACE> USER ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে এই এস এম এম এর পর আপনাকে একটি পিন নম্বর দিবে । প্রাপ্ত পিন নম্বর দিয়ে আপনাকে আর একটি এস এম এস পাঠাতে হবে যার ফলে আপনার টেলিটক সিম থেকে ৫০ টাকা পরীক্ষার ফি বাবদ কেটে নেওয়া হবে।

দিত্বীয় এস এম এস :

BRPM <SPACE> YES <SPACE> PIN নম্বরটি লিখে ১৬২২২ এই নম্বরে পাঠিয়ে দিতে হবে।


 আপনার আবেদন করা সম্পন্ন হয়ে গেছে মর্মে আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে যা দিয়ে আপনার প্রবেশপত্র ‍ ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

 

আশা করি আপনাদের এই লেখাটা কাজে লাগবে এবং বরাবর এর মত আপনাদের জন্য এবং আপনাদের বাবা মায়ের জন্য দোয়া থাকবে। আপনি সফল হলে শুধু আপনি সফল হবেন না সাথে সাথে আপনার বাবা মা এবং সর্বপরি আপনার পরিবার সফল হবে। তাই আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি ,আসসালামুআলাইকুম।

 

আপনি চাইলে নিচের দেওয়া লিংকে ক্লিক করে  এপসটি ডাউনলোড করে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন । এপসটি তে আপনি ডিফেন্স নিয়োগ সম্পর্েক বিস্তারিত জানতে পারবেন্👇👇👇👇                                   https://drive.google.com/file/d/1RyIHqnOmDk84YF1hhuG0USlxIAXIy02z/view?usp=drivesdk

 

এখান থেকে ডাউনলোড করতে না পারলে whatsapp এ যোগাযোগ করুন  :  01776624515